ব্রিটিশ পার্লামেন্টের ছায়া মন্ত্রী হলেন টিউলিপ

Looks like you've blocked notifications!
ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

ব্রিটেনের পার্লামেন্টে বিরোধী লেবার পার্টি থেকে বাল্য শিক্ষাবিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক।

স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে নিজের ব্লগে এ কথা জানান টিউলিপ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক আরো জানান, লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) অ্যাঞ্জেলা রেনারের নেতৃত্বে এই দলে যোগ দিতে পেরে তিনি আনন্দিত।

ব্রিটেনের বিরোধী দলের ছায়া মন্ত্রিসভায় জায়গা পাওয়ার জন্য ধন্যবাদ জানান টিউলিপ।

ব্রিটেনের নিয়ম অনুসারে প্রতি সপ্তাহে শিশুদের জন্য ৩০ ঘণ্টা অবৈতনিক সেবার বিষয়টি নিশ্চিত করতে টিউলিপ কাজ করবেন বলেও উল্লেখ করেছেন।

ব্রিটিশ এমপি জানান, গত ২০১৫ সালের মে মাসে ইংল্যান্ডের পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর থেকে অসংখ্য এমপি সরকারের বাল্যশিক্ষা এজেন্ডা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন।