সৌদি আরবে হামলায় দুই বাংলাদেশি নিহত

Looks like you've blocked notifications!

সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও বুধবার দুটি ঘটনায় এ দুই বাংলাদেশি নিহত হন। সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে নাজরান এলাকায় এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নিহত একজনের নাম মিজান। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার বাতেশ্বর গ্রামে। মিজানের বাবার নাম মোহাম্মদ মফিজ। নিহত অপর বাংলাদেশির নাম আবদুল জলিল। তাঁর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়া গ্রামে। জলিলের বাবার নাম আবদুল আজিজ। 

খবরটি শুনেই জেদ্দায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে যান। দূতাবাসের একটি সংবাদবার্তার মাধ্যমে খবরটি গণমাধ্যমে জানানো হয়। 

দূতাবাসের কর্মকর্তারা নিহত দুজনের পরিবারের সঙ্গে বাংলাদেশে যোগাযোগ করেছেন। নিহতদের লাশ নাজরানের কিং খালেদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

লাশ দেশে পাঠানো হবে কি না, কবর দেওয়া হবে কোথায়, ক্ষতিপূরণের অর্থ, সব নিয়ে দূতাবাসের কর্মকর্তারা তদারকি করছেন বলে জানানো হয়েছে।