‘ডুবন্ত’ মানুষ রক্ষায় এগিয়ে এলো হাতির বাচ্চা

Looks like you've blocked notifications!

মানববন্ধু ডুবে যাচ্ছে দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে এলো এক হাতির বাচ্চা। ঘটনাটি থাইল্যান্ডের এলিফ্যান্ট ন্যাচার পার্কের।

থাইল্যান্ডের দ্য সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশন ঘটনার ভিডিওচিত্র ধারণ করেছে। এতে দেখা যায়, ড্যারিক টমসন নামে স্বেচ্ছাসেবী নদীর স্রোতে ভেসে যাচ্ছে। এ সময় খাম লা নামের হাতির ছানাটি তাঁকে বাঁচাতে এগিয়ে আসে এবং তাঁকে শক্ত করে জড়িয়ে ধরে।

ভিডিওতে আরো দেখা যায়, থমসন আসলে নদীতে বিপদে পড়েননি এবং নিজেকে নিয়ন্ত্রণে রেখেছিলেন। তবু হাতির বাচ্চাটি মনে করে তার বন্ধু ডুবে যাচ্ছেন এবং তাঁকে রক্ষায় নদীর পানি ভেঙে ছুটে চলে আসে।

সেভ এলিফ্যান্ট ফাউন্ডেশন ও এলিফ্যান্ট ন্যাচার পার্কের অংশীদার এলিফ্যান্ট নিউজ বলেছে, ‘এ থেকে বোঝা যায়, আমরা যদি কোনো প্রাণীকে ভালোবাসা দেই, তাহলে সেও সবসময় পাল্টা ভালোবাসা দেয়।’