ক্যামেরুনে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৫৩

Looks like you've blocked notifications!
ক্যামেরুনে গতকাল যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৫৩ জন নিহত হয়। ছবি : রয়টার্স

পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০০ জন।

স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পরিবহনমন্ত্রী এডগার অ্যালেইন মেবে নগু বলেন, রাজধানী ইয়াউন্দে থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে এসেকা শহরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এটি ক্যামেরুনের অন্যতম অর্থনৈতিক অঞ্চল   দোয়ালায় যাচ্ছিল।

ক্যামেরুনের রেলের কর্মকর্তারা জানান, ট্রেনটি ৬০০ যাত্রী পরিবহন করতে পারে। অথচ এটি এক হাজার ৩০০ যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিল।

ট্রেনের যাত্রী জোয়েল বিনেলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি দুর্ঘটনাস্থলে তিনটি দ্বিখণ্ডিত লাশ দেখেছেন।

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, রেললাইনের পাশে ঢালে কয়েকটি বগি উল্টে পড়ে আছে।

‘বিকট একটি শব্দ হলো। আমি ফিরে তাকিয়ে দেখিয়ে পেছনের বগি রেল থেকে বিচ্ছিন্ন হয়ে গড়াগড়ি খেতে লাগল। প্রচুর ধোঁয়া উড়ছিল’, বলেন ট্রেনের যাত্রী রয়টার্সের এক সাংবাদিক।

রয়টার্সের এই সাংবাদিক বলেন, ট্রেনটি ইয়াউন্দে থেকে ছাড়ার আগে রেলের এক কর্মকর্তা বলেছিলেন, নয় বগির ট্রেনটিতে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য আটটি অতিরিক্ত বগি সংযোজন করা হয়।

ওই কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।