ইরাকে রাস্তায় পুঁতে রাখা বোমায় ১৮ জন নিহত

Looks like you've blocked notifications!
বোমা হামলার পর আহতদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : রয়টার্স

ইরাকের সালাহুদ্দিন প্রদেশে শুক্রবার রাস্তার পাশে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের পেতে রাখা বোমা বিস্ফোরণে গৃহহীন ১৮ ব্যক্তি নিহত হয়েছে। তাদের গাড়িবহর লক্ষ্য করেই বোমাগুলো পুঁতে রাখা হয়েছিল।

এই ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে প্রদেশের নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে বাসস। এ ছাড়া আরো যারা আহত হয়েছে তাদের অধিকাংশই নারী ও শিশু।

সালাহুদ্দিন প্রদেশের নিরাপত্তা সূত্র জানায়, আইএসের দখলের পর একটি শহর থেকে এরা পালিয়ে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে পেতে রাখা দুটি বোমার ওপর দিয়ে পুলিশের একটি গাড়িবহর যাওয়ার সময় তা বিস্ফোরিত হয়ে হতাহতের ঘটনা ঘটে।

আইএস জঙ্গিরা কিরকুক নগরীর হাউইজাহ্ শহরটি দখল করে রেখেছে। সেখানে তারা বেসামরিক লোককে মানবঢাল হিসেবে ব্যবহার করছে। জঙ্গিরা তাদের বাড়ি ছেড়ে অন্য স্থানে যেতে বাধা দিচ্ছে।