বিমানে হঠাৎ নেমে এলো সবুজ সাপ!

Looks like you've blocked notifications!
বিমানের সিলিংয়ে পেঁচিয়ে আছে সবুজ সাপ। ছবি : এনডিটিভি

মেক্সিকোর আকাশে চলছে অ্যারোমেক্সিকোর ফ্লাইট। দেশটির তোরেন শহর থেকে মেক্সিকো সিটিতে যাবে ওই ফ্লাইট। সবকিছুই ঠিকঠাক। হঠাৎই একজনের চিৎকার। বিমানের কেবিন সিলিংয়ে পেঁচিয়ে আছে একটা সবুজ সাপ।

বিমানে করে সাপটিও এক শহর পাড়ি দিয়ে অন্য শহরে এলো।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কোনো যাত্রীর বড় ব্যাগে করে সবুজ সাপটি বিমানে এসে পড়ে। পড়ে ব্যাগ খোলা পেয়ে বিমানের সিলিংয়ে চলে যায়। এরপরই যাত্রীদের নজরে আসে সাপটি।

বিমানের একজন যাত্রী মেদিনা বলেন, ‘আমি ম্যাগাজিন পড়ছিলাম। আমার পাশে বসা যাত্রীর নজরে পড়ে ওই সাপ। তিনি চিৎকার করেন, ও মাই গড!’ সাপটি তিনফুট লম্বা ছিল বলে জানান মেদিনা।

মেদিনা জানান, সবাই ভয় পেয়েছে। কিন্তু এরচেয়ে বেশি কিছু না। অনেকে উঠে এসে দেখেছে সাপটিকে।

মেক্সিকো সিটি ধরার আগেই পাইলট বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়ে দেন। আর এ কারণে ওই বিমানটিকে সবার আগেই অবতরণের অনুমতি দেওয়া হয়। পরে সাপটিকে সরিয়ে নেন নিরাপত্তা কর্মীরা।

২০০৬ সালে হলিউডে একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্র নির্মিত হয়। ছবিটির নাম ছিল, ‘স্নেক অন আ প্লেন’!