নিজেকে নির্দোষ দাবি করলেন ইংলাক
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশটির সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার চালে ভর্তুকি দেওয়ার দুর্নীতির অভিযোগে তাঁর বিচার শুরু হয়েছে।
ইংলাক দোষী প্রমাণিত হলে ১০ বছর কারাদণ্ড হতে পারে। ব্যাংককে আদালতের বাইরে তিনি সাংবাদিকদের বলেন, তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন।
ইংলাক বলেন, ‘আমি আজ নিজেকে ভালোভাবে প্রস্তুত করেছি এবং নিজেকে রক্ষার জন্য তৈরি। আশা করি, আমাকে ন্যায়বিচার দেওয়া হবে।’
গত বছর সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ইংলাক। দুর্নীতি মামলাটির শুরু থেকেই ইংলাক বলে আসছেন, তাঁকে রাজনীতির বাইরে রাখতেই তাঁর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। আগামী ২১ জুলাই পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।
এরই মধ্যে ইংলাকের ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দক্ষিণ কোরিয়ার সিউলে বহুদিন পর জনসমক্ষে আসেন। ২০০৬ সালে আরেক সেনা অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত থাকসিন বলেন, ‘থাইল্যান্ডে গণতন্ত্রের জয় হবে।’
ক্ষমতার অপব্যবহার করার প্রমাণ পাওয়ায় ২০১৪ সালের মে মাসে ইংলাককে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর কয়েক সপ্তাহ পর সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।
চলতি বছর জানুয়ারিতে সামরিক বাহিনীর নিয়োগ করা একটি আদালত ইংলাককে চালে দুর্নীতির মামলায় অভিযুক্ত করে এবং রাজনীতি থেকে তাঁকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।