নিজের কবর খুঁড়লেন ৮৯ বছরের বৃদ্ধ!

Looks like you've blocked notifications!
নিজের কবর খুঁড়লেন কানাডার অধিবাসী জিমি কিকম্যান। তাঁর বয়স ৮৯ বছর। ছবি : সিবিসি

মানুষের ইচ্ছার শেষ নেই। মৃত্যুর আগে এসব ইচ্ছা বাস্তবে রূপ দিয়ে জীবনে পূর্ণতা আনতে চান অনেকেই। কারো কারো ইচ্ছা একেবারেই ব্যতিক্রম। তাঁদের একজন কানাডার অধিবাসী জিমি কিকহ্যাম।

জিমির অনেক দিনের ইচ্ছা, ৯০ বছর বাঁচলে নিজের কবরটা নিজেই খুঁড়ে যাবেন। আগামীকাল বৃহস্পতিবারই তিনি পা দিচ্ছেন ৯০-এর ঘরে। তাই আর দেরি না করে নিজের কবরটা নিজেই খুঁড়ে ফেলেছেন তিনি।  

জিমি একজন নির্মাণ ব্যবসায়ী। খোঁড়াখুঁড়ির কাজটা করছেন প্রায় ৬০ বছর ধরে। এই বয়সেও জিমি প্রায় সপ্তাহের প্রতিদিন কাজ করেন। এই কাজে তাঁর সঙ্গী ৪৫ বছরের পুরোনো মাটি খোঁড়ার যন্ত্রটি। 

সিবিসি নিউজকে জিমি বলেন, ‘আমি খোঁড়াখুঁড়ির কাজটা খুবই পছন্দ করি। আর আমার কাজে আমি খুবই গর্বিত।’

৮৯ বছরের এই বৃদ্ধ আরো বলেন, ‘আমার কাছে কবর খোঁড়ার মধ্যে আলাদা কিছু নেই, একেবারেই প্রাকৃতিক ব্যাপার। আমি এটা অনেক খুঁড়েছি, ঈশ্বরই ভালো জানেন।’

জিমি  চান, তাঁকে প্রাচীন প্রথায় কবর দেওয়া হোক। এ পদ্ধতিতে কবর দেওয়ার আগে একটি পাইন কাঠের বাক্স কবরের ভেতরে রাখা হয়। 
 
এ ব্যাপারে কানাডার রোলিও বে এলাকার সেন্ট অ্যালেক্সিস চার্চের কর্মচারী এরিক গ্যালান্ট বলেন, ‘আমি এমনটা কখনই দেখিনি। এটা একেবারেই আলাদা। সম্পূর্ণ স্বতন্ত্র।’  
এরিক বলেন, ‘কবর তো খোঁড়া শেষ। এখন শুধু কফিনটাই কবরের ভেতরে রাখা বাকি।’

এরিকের সঙ্গে তাল মিলিয়ে বৃদ্ধ জিমি বলেন, ‘সঙ্গে আমিও বাকি।’