হারের পর মেকআপ ছেড়েছেন হিলারি!

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর মেকআপ নেওয়া ছেড়ে দিয়েছেন হিলারি। নির্বাচনে পরাজয় মেনে বক্তৃতা দেওয়ার এক সপ্তাহ পর বুধবার প্রথম তিনি জনসম্মুখে বক্তব্য দেন। এ সময় তাঁকে মেকআপ ছাড়া দেখা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনারও জন্ম দিয়েছে।

স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে ‘শিশু সুরক্ষা তহবিল’-এর একটি অনুষ্ঠানে বক্তব্য দেন হিলারি। তিনি আইনের শিক্ষার্থী থাকা অবস্থায় প্রতিষ্ঠানটিতে কাজ করতেন। এই অনুষ্ঠানেই হিলারিকে মেকাআপ ছাড়া দেখা যায়। তাঁর চুলগুলোও ছিল এলোমলো। চুলে পরিচিত ঢেউখেলানো শৈলীও দেখা যায়নি।

হিলারির জন্য অনেক বিউটিশিয়ান, মেকআপ শিল্পী ও হেয়ার স্টাইলিস্ট ছিল। সুতরাং এটি ইচ্ছাকৃত ছিল বলে মনে করছেন অনেকে।

হার্ডলাইন স্ট্যানস নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটে বলা হয়েছে, ভালো। এখন থেকে হিলারির হেয়ার স্টাইলিস্ট এবং মেকআপ শিল্পীদের বেতন দিয়ে রাখতে হবে না।

মেডেলেইনি পিসানি তাঁর টুইটে বলেছেন, হিলারি সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাম্পেইনের পর প্রথম বক্তব্য তিনি মেকআপ ছাড়া দেবেন। এবং তিনি শেষ পর্যন্ত তা করেছেন।