ইন্দোনেশিয়ায় আরো ৩০০ অভিবাসী উদ্ধার
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের লাংসায় আরো ৩০০ অবৈধ অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করেছে লাংসা অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা।
সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত ব্যক্তিরা বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসী হতে পারে। তাদের মধ্যে অর্ধেকই নারী ও শিশু। পানিশূন্যতাসহ বিভিন্ন রোগে ভুগে তাদের অবস্থা নাজুক।
এদিকে, অবৈধ অভিবাসী সংকট নিরসনের উপায় খুঁজতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা এক জরুরি সভায় বসেছেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির উদ্যোগে এ সভা হচ্ছে।
সম্প্রতি নৌকায় চড়ে কয়েক হাজার বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান উপকূলে গেলে মানবিক কারণে তাদের আশ্রয় দেয় ওই তিনটি দেশ। মানব পাচারকারীদের ক্রমবর্ধমান অপতৎপরতা এ জন্য দায়ী। এখনো বহু মানুষ সাগরে রয়েছেন বলে জানিয়েছেন আশ্রয় পাওয়া ব্যক্তিরা।