ব্রাজিলে ‘গুলিতে’ হেলিকপ্টার বিধ্বস্ত, চার পুলিশ নিহত

Looks like you've blocked notifications!

ব্রাজিলের রিও ডি জেনিরোতে ‘সন্ত্রাসীদের গুলিতে’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বিধ্বস্ত হওয়ার ভিডিও ফুটেজে দেখা যায়, গুলির শব্দের পর হেলিকপ্টারটি মূল সড়কের পাশে বিধ্বস্ত হয়।

পুলিশ জানায়, রিও ডি জেনিরোর ফাভেলা বস্তিতে সন্ত্রাসী দলটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল হেলিকপ্টারটি। চলতি বছর এখানে অলিম্পিক গেমসের মতো বিশাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ধ্বংসস্তূপ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছেন।

পুলিশের এক মুখপাত্র জানান, ফরেনসিক কর্মকর্তারা ধ্বংসস্তূপের পরীক্ষা করছেন। এতে বিধ্বস্ত হওয়ার প্রকৃতি কারণ জানা যাবে।

এই শহরে আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। ২০০৯ সালে মাদক পাচারকারীরা পুলিশের হেলিকপ্টার লক্ষ্য গুলি চালায় এবং এতে সেটা বিস্ফোরিত হয়ে ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। সে সময় দুজন পাইলট নিহত হন।

দুই বছর ধরে রিও ডি জেনিরোতে সহিংসতা বাড়ছে। ২০১০ সালে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কর্মসূচি নেওয়া হলেও তা ব্যর্থ হয়েছে।