সৌদি আরবে মসজিদে হামলার দায় স্বীকার আইএসের
সৌদি আরবের মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়। এতে অন্তত ২২ জন নিহত ও ৭০ জন আহত হন।
টুইটারে মসজিদে হামলাকারী ব্যক্তির একটি ছবিও প্রকাশ করেছে আইএস। ছবির পাশে লিখেছে, হামলার পেছনে ছিল এই ‘খিলাফতের সৈনিক’। তাঁর নাম আবু আমের আল-নাজদি। শিয়া সম্প্রদায়ের জন্য ‘অন্ধকার দিন আসছে’ বলে আইএস ওই বার্তায় লিখেছে।
বিবিসি জানায়, সৌদি আরবের শিয়া মুসলিম অধ্যুষিত পূর্বাঞ্চলে আইএসের হামলা করার কোনো ঘটনা এটিই প্রথম। যারাই এ হামলা করুক না কেন, তাদের খুঁজে বের করা হবে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বাংলা জানায়, সৌদি আরবে বসবাসরত শিয়া মুসলিমদের ওপরে হামলা করা হবে বলে আইএস আগে থেকেই হুমকি দিয়ে আসছিল। সৌদি আরবের আইএস শাখা গত নভেম্বরে প্রতিষ্ঠিত হয় এবং সৌদি আরবের শিয়া মুসলিমদের হুমকি দিয়ে গত বছরই আইএসের পক্ষ থেকে একটি অডিও বার্তাও পাঠানো হয়। তবে কোনো হামলার ঘটনা এবারই প্রথম ঘটল।
শুক্রবারের হামলাটি এমন একটি সময়ে হলো, যখন সৌদি আরবের নেতৃত্বে আরব রাষ্ট্রগুলোর একটি জোট শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে।