থাইল্যান্ডের নতুন রাজা মহা ভাজিরালংকর্ন

Looks like you've blocked notifications!
থাইল্যান্ডের নতুন রাজা মহা ভাজিরালংকর্ন। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের নতুন রাজা হলেন মহা ভাজিরালংকর্ন। ‘রাজা দশম রাম’ নামে পরিচিত হবেন তিনি।  

বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাজা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ৬৪ বছর বয়সী মহা ভাজিরালংকর্ন টেলিভিশনে ভাষণ দিয়েছেন।

বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজা ভুমিবল আদুলিয়াদে চলতি বছরের ১৩ অক্টোবর মারা যান। তিনি থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রায় সাত যুগ ক্ষমতায় ছিলেন।

ভুমিবলের মৃত্যুর পর তাঁর ছেলে যুবরাজ মহা ভাজিরালংকর্নের রাজা হওয়ার বিষয়টি প্রত্যাশিত ছিল।

টেলিভিশন ভাষণে মহা ভাজিরালংকর্ন বলেন, ‘রাজা ভুমিবলের ইচ্ছাপূরণ ও সব থাই নাগরিকের কল্যাণের জন্য আমি রাজার দায়িত্ব গ্রহণ করেছি।’

থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা নতুন রাজাকে স্বাগত জানিয়েছেন।