ভারতে সালাহ উদ্দিনের জামিন আবেদন
ভারতের মেঘালয় রাজ্যের পুলিশের হাতে আটক বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ জামিনের জন্য আবেদন করেছেন। গতকাল শুক্রবার মেঘালয় রাজ্যের শিলংয়ের প্রথম শ্রেণির বিচারিক আদালতে এ আবেদন করা হয়।
বিএনপির সহকারী দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, ভারতের আদালতে জামিন আবেদনের বিষয়টি দেখভাল করতে মেঘালয় হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এসপি মহন্তকে নিয়োগ দিয়েছে সালাহ উদ্দিনের পরিবার।
বিচারক ২৯ মে শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করতে বলা হয়েছে। তবে জামিন আবেদন করা হলেও সালাহ উদ্দিনকে আদালতে হাজির করা হয়নি।
গত ১১ মে ভারতে অনুপ্রবেশের অভিযোগে সালাহ উদ্দিনকে আটক করে মেঘালয় পুলিশ।
মেঘালয়ের সরকারি আইনজীবী সংবাদমাধ্যম শিলং টাইমসকে বলেন, ‘যদিও আবেদনকারী (হাসিনা আহমেদ) সালাহ উদ্দিনের জামিন চেয়েছেন, বাস্তবতা হলো, তিনি চিকিৎসাধীন থাকায় পুলিশ তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করতে পারেনি। এ কারণে জামিন পাওয়া অসম্ভব।’
সরকারি ওই আইনজীবী আরো জানান, জামিন আবেদনে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ উল্লেখ করেছেন, ১০ মার্চ সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনতে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
আবেদনে আরো উল্লেখ করা হয়, সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয় জানিয়ে বাংলাদেশের স্থানীয় থানায় অপহরণের অভিযোগে এফআইআর করতে গেলে পুলিশ তা নথিভুক্ত করতে অস্বীকৃতি জানায়। পরে তিনি এ ঘটনায় দেশের হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। এরপর আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতি মাসে সালাহ উদ্দিনের ঘটনার তদন্তের অগ্রগতি জানানোর নির্দেশ দেন।
আবেদন দাখিলের পর শুনানিতে আবেদনকারী আদালতকে বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদ অসুস্থ এবং তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন।’
এ সময় চিকিৎসার জন্য বিভিন্ন দেশের যাওয়ার ভিসা, পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র আদালতে উপস্থাপন করা হয়। ইউএনবির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে তিনি নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ ও মেডিক্যাল সায়েন্সেসে (নেগ্রিমস) চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকেলে তাঁকে সিভিল হাসপাতাল থেকে ওই বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।
এখানে ভর্তি অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সালাহ উদ্দিনের স্বাস্থ্যের অবনতি ঘটে। তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়। তিনি কিডনি, হার্ট, মূত্রাশয় ও ত্বকের সমস্যায় ভুগছেন। তবে গতকাল শুক্রবার তাঁর অবস্থা ‘স্থিতিশীল’ বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ।