পাকিস্তানের সমর্থন ছাড়া তালেবান এক মাসও টিকত না
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, প্রতিবেশী দেশ পাকিস্তানে অভয়ারণ্য হারালে তাঁর দেশে জঙ্গি সংগঠন তালেবানের তৎপরতা এক মাসও টিকত না।
স্থানীয় সময় রোববার ভারতের উত্তরাঞ্চলীয় শহর অমৃতসরে এক আন্তর্জাতিক সম্মেলনে ঘানি এ মন্তব্য করেন।
ঘানির ভাষ্য, ২০১৪ সালে ক্ষমতায় বসার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন তিনি। কিন্তু এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানে সহিংসতা বাড়ার জন্য অন্য দেশকে দায়ী করে কোনো লাভ হবে না।
আফগানিস্তানের সর্বত্র সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। দেশটির রাজধানী কাবুলে বড় ধরনের কয়েকটি হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এমন বাস্তবতায় পশ্চিমের সমর্থনে টিকে থাকা ঘানি সরকারের ওপর নাগরিকদের নিরাপত্তা দেওয়ার চাপ বেড়েছে।
গত বছর আফগানিস্তানে বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক বেসামরিক মানুষ নিহত হয়েছে। সেই দেশের প্রেসিডেন্ট ঘানি বলেন, তাঁর দেশের স্থিতিশীলতা অর্জনে সহায়তায় আঞ্চলিক ক্রীড়নকদের ঐক্যবদ্ধ করা অমৃতসরের ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনের লক্ষ্য।
‘এটা অনাকাঙ্ক্ষিত…এখনো কেউ কেউ সন্ত্রাসীদের অভয়ারণ্য করে দিচ্ছে। সম্প্রতি এক তালেবান নেতার ভাষ্য হলো, পাকিস্তানে কোনো অভয়ারণ্য না থাকলে তারা এক মাসও টিকত না’, বলেন আফগান প্রেসিডেন্ট।
বিশ্লেষকদের মতে, চির প্রতিদ্বন্দ্বী ভারতের প্রতিপক্ষ তৈরি করতে পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান তালেবান জঙ্গিদের সমর্থন দিয়ে আসছে। যদিও বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।
পাকিস্তানের দাবি, দেশটিতে বড় ধরনের হামলা চালানো তেহরিক-ই-তালেবানের কার্যক্রম পরিচালিত হয় আফগানিস্তান থেকে।