জয়ললিতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক
ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী, অন্যতম ক্ষমতাধর ও জনপ্রিয় রাজনীতিক জয়রাম জয়ললিতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁর হৃদযন্ত্র বিকল হয়ে পড়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জয়ললিতা কার্ডিয়াক অ্যারেস্টে (হৃদযন্ত্র আকস্মিক বিকল হয়ে যাওয়া) আক্রান্ত হন।
ফুসফুসে প্রদাহজনিত কারণে গত ২২ সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন জয়ললিতা। সেই হাসপাতালের চিকিৎসক সুব্বাইয়াহ বিশ্বনাথন বলেন, ‘হৃদরোগ, ফুসফুস ও নিবিড় পরিচর্যা বিশেষজ্ঞরা তাঁর চিকিৎসা ও তদারকি করছেন।’
জয়ললিতার স্বাস্থ্যের অবনতির খবর জেনে তামিলনাড়ুর গভর্নর বিদ্যাসাগর রাওকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেই ফোনকল পেয়ে মহারাষ্ট্র থেকে উড়ে চেন্নাইতে গিয়েছেন বিদ্যাসাগর। তিনি অ্যাপোলো হাসপাতালে গেছেন। কিন্তু বের হওয়ার সময় জয়ললিতার স্বাস্থ্যের অবস্থা নিয়ে কোনো বিবৃতি দেননি।
এদিকে জয়ললিতার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সরকারের শীর্ষ মন্ত্রীরাও হাসপাতালে গেছেন। আর হাসপাতালের বাইরে প্রার্থনারত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সমর্থকরা।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়, জয়ললিতার স্বাস্থ্য নিয়ে যেকোনো গুজবের জেরে সংঘর্ষের আশঙ্কায় দাঙ্গা পুলিশের নয়টি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি ইউনিটে প্রায় ১০০ জন পুলিশ সদস্য আছে। যেকোনো মুহূর্তে তাঁরা ছুটে যাবেন তামিলনাড়ুতে।
পিটিআইয়ের প্রতিবেদনে আরো বলা হয়, তামিলনাড়ুতে স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি। পরীক্ষাও চলবে যথারীতি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।