ছাত্রের সঙ্গে সম্পর্ক, শিক্ষিকা গ্রেপ্তার, মুচলেকা দিয়ে মুক্তি

Looks like you've blocked notifications!

আলজেবরা পড়াতে গিয়ে পরিচয়। স্নাপচ্যাটে বার্তা, ছবি চালাচালির মাধ্যমে প্রণয়। একপর্যায়ে নাবালক এক ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এক শিক্ষিকা। এ অভিযোগে পুলিশ ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে। পরে অবশ্য মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন তিনি। তবে এ জন্য বাগদত্তার সঙ্গে বিয়ে ভাঙতে হয়েছে তাঁকে।  

ডেইলি মেইল অনলাইনের রোববারের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্লানো নগরীর একটি স্কুলের ১৬ বছর বয়সী ছাত্রকে আলজেবরা পড়াতে গিয়ে সম্পর্ক গড়ে তোলেন প্লানো সিনিয়র হাই স্কুলের শিক্ষক আলিয়ানা ডেনিয়েল ফার্গুসন (২৩)। 

প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বরে ফার্গুসন বিভিন্ন পার্কে বেঞ্চে, গাড়িতে ও তাঁর বাড়িতে ডেকে নিয়ে ওই ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন। 

গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস চলে এ প্রণয়। এ অভিযোগের ভিত্তিতে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী ফার্গুসনকে গ্রেপ্তার করে। তবে ১০ লাখ ডলার মুচলেকা, ডিভাইসে নজরদারি ও অনুমতি ছাড়া স্নাপচ্যাটের মতো ওয়েবসাইটগুলো ব্যবহার না করার শর্তে তাঁকে জামিন দেওয়া হয়।