চীনে বৃদ্ধাশ্রমে আগুন, ৩৮ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!
অগ্নিকাণ্ডের পর টিনের তৈরি বৃদ্ধাশ্রমটির ছবি প্রকাশ করে সিনহুয়া। ছবি : সংগৃহীত

চীনের মধ্যাঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু ও আরো ছয়জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় চীনের পিংদিংশান অঞ্চলে একটি টিনের তৈরি বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যক্তিগত মালিকানায় বৃদ্ধাশ্রমটি খোলা হয়েছিল। দুর্ঘটনায় নিহতদের সবাই বৃদ্ধ বলে জানা গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে এএফপি। 

চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের ওয়ার্ক সেফটি ব্যুরো সংস্থার ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতি থেকে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সিনহুয়া জানিয়েছে, কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি।

অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা যায়, কালো ধোঁয়ার কুণ্ডলি ওই বৃদ্ধাশ্রম থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে পিংদিংশান অঞ্চলেরই একটি শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন প্রাণ হারিয়েছিল।