কিয়েভে রাশিয়ার ‘ব্যাপক’ ড্রোন হামলা

Looks like you've blocked notifications!
ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনে আজ রোববার চলছে উদ্ধারকাজ। ছবি : রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভে ‘ব্যাপক’ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ মে) শহরের মেয়র ভিটালি ক্লিটসকো এ তথ্য জানান।

মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ‘৩৫ বছর বয়সী এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৪১ বছর বয়সী এক লোক মারা গেছে।’ একটি পেট্রোল স্টেশনের কাছে বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

মেয়র বলেন, ‘কিয়েভের আকাশ প্রতিরক্ষা বাহিনী শহরের দিকে আসা ২০টিরও বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং শহরের বাসিন্দাদের অনুরোধ জানিয়ে বলেছে—আশ্রয়স্থলে থাকুন। হামলাটি ব্যাপক!’

ভিটালি ক্লিটসকো বলেন, ‘হলোসিভস্কি জেলার একটি কোম্পানির চত্বরেও আগুন লেগেছে। রুশ বাহিনী মে মাসজুড়ে কিয়েভকে টার্গেট করেছে।’

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো গত শুক্রবার (২৬ মে) বলেছেন, চলতি মাসে ১৩টি হামলা হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে, ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার ঘটনাও বহুগুণ বেড়েছে। গতকাল শনিবার ওসব এলাকায় গোলাবর্ষণে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক প্রশাসনের কর্মকর্তারা।

ক্রেমলিনসহ বিভিন্ন জায়গায় ক্রমবর্ধমান হামলা ও নাশকতামূলক অভিযানের জন্য কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকদের দায়ী করেছে মস্কো। তবে, ইউক্রেন এসব হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।