অস্ট্রেলিয়ায় বিয়ের যাত্রীবাহী বাস উল্টে নিহত ১০

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালিতে ওয়াইন কাউন্টি ড্রাইভে গতকাল রোববার রাতে যাত্রীবাহী বাস উল্টে যায়। ছবি : এএফপি

অস্ট্রেলিয়ার ওয়াইন অঞ্চলে একটি বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন মারা গেছে। এ ঘটনায় ২০ জনেরও বেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১১ জুন) রাতে দেশটির ওয়াইনারিতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে যাত্রীরা বাসে করে ফিরছিলেন। কিন্তু তারা যখন নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালিতে ওয়াইন কাউন্টি ড্রাইভে পৌঁছান, তখন তাদের বাসটি উল্টে যায়।

পুলিশ বলছে, তারা দুর্ঘটনার আশপাশের পরিস্থিতি খতিয়ে দেখছে। ৫৮ বছর বয়সী বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্রেসি চ্যাপম্যান বলেন, অতিথিরা সম্ভবত থাকার জন্য সিঙ্গেলটনে যাচ্ছিলেন।

স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কে একটি গোলচত্বরে বাঁক নেওয়ার সময় বাসটি উল্টে যায়।

পুলিশ কর্মকর্তা চ্যাপম্যান বলেন, মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ২৫ জন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনকে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে।

চ্যাপম্যান আরও বলেন, বাসটি এখনও দুর্ঘটনাস্থলে রয়েছে। বাসটির নিচে মানুষ আটকে থাকতে পারেন। তাই বাসটি উঠানোর জন্য ঘটনাস্থলে ক্রেন আনা হবে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, বাসচালককে অভিযুক্ত করার জন্য পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং সামান্য আঘাত পাওয়ায় তার চিকিত্সা করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেন, ‘এমন একটি সুন্দর জায়গায় আনন্দের দিন এত ভয়ানক প্রাণহানির ঘটনার মাধ্যমে শেষ হওয়া অত্যন্ত নিষ্ঠুর, দুঃখজনক ও  অন্যায়।’

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) ক্রিস মিন্স বলেন, ‘এত প্রাণহানির ঘটনা হৃদয়বিদারক। এই ভয়ংকর দুর্ঘটনাটি এমন একটি দিনে ঘটল, যেটি ভালবাসা ও সুখে পরিপূর্ণ হওয়া উচিত ছিল। আনন্দের একটি দিন এই ধরনের ধ্বংসাত্মক ক্ষতির মধ্য দিয়ে শেষ হওয়া সত্যিই নিষ্ঠুর। যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমাদের সমবেদনা রয়েছে।’