পার্লামেন্টের পাশে রুশ দূতাবাস তৈরি নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
আইন পাস করে রাশিয়ার নতুন দূতাবাস তৈরি নিষিদ্ধ ঘোষণা করল অস্ট্রেলিয়া। রাজধানী ক্যানবেরায় পার্লামেন্ট ভবনের কাছে এই দূতাবাস নির্মাণ করা হচ্ছিল। অস্ট্রেলিয়ার বক্তব্য, তাদের পার্লামেন্ট হাউসের কাছে রাশিয়ার দূতাবাস থাকা মানে তা বিপদের কারণ।
আজ বৃহস্পতিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘নিরাপত্তা বাহিনীর রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্লামেন্ট ভবনের কাছে রাশিয়াকে দূতাবাস বানানোর জন্য যে জমি লিজে দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। পার্লামেন্টে পেশ করার দুই ঘণ্টার মধ্যেই দুটি কক্ষেই তা পাস হয়ে যায়।’
ওই জমিতে রাশিয়ার দূতাবাস বানানোর কাজ চলছিল। গত মাসে দেশটির ফেডারেল আদালতে এ সংক্রান্ত একটি মামলায় রায় রাশিয়ার পক্ষে যায়।
স্থানীয় ক্যানবেরা কর্তৃপক্ষ অবশ্য এর আগে লিজ বাতিল করেছিল। তাদের যুক্তি ছিল, ২০০৮ সালে ওই জমি লিজে দেওয়া হয়েছিল। কিন্তু, দীর্ঘদিন ধরে রাশিয়া তা ফেলে রাখে। শর্ত ছিল, রাশিয়াকে তিন বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে।
আলবানিজ বলেন, ‘আমরা খুব দ্রুত কাজ করেছি। কারণ, একবার ওখানে রাশিয়ার কূটনীতিকরা কাজ শুরু করলে অসুবিধা হতো। দেশের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নিরাপত্তা এজেন্সিগুলো সরকারের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে। পার্লামেন্টের এত কাছে রাশিয়ার দূতাবাস থাকাটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। এটি নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি।’
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওই জায়গাটা একেবারে পার্লামেন্টের পাশেই। ওখানে কোনো দূতাবাসকে ভবন তৈরির অনুমতি দেওয়া হবে না।’
অস্ট্রেলিয়ায় সাবেক সোভিয়েত আমলের দূতাবাস ভবনেই এখনও রুশ দূতাবাসের কাজ চলছে। এটি অবশ্য পার্লামেন্টের থেকে অনেকটা দূরে। ইউক্রেন যুদ্ধের পর রাশিযা থেকে অ্যালুমিনিয়াম ও বক্সাইট আমদানি বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া।