পবিত্র কাবার চারপাশে সাদা পোশাকের জনসমুদ্র

Looks like you've blocked notifications!
আজ শুক্রবার কাবা ঘরের চারপাশে জুমার নামাজ আদায়রত মুসল্লিরা। ছবি : এনটিভি

পবিত্র হজকে সামনে রেখে তীব্র রোদ ও উত্তাপ উপেক্ষা করে মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। এ যেন সাদা পোশাকের জনসমুদ্র। কয়েক বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি হজযাত্রী মক্কায় সমবেত হয়েছেন। আর তাই আজ শুক্রবার (২৩ জুন) পবিত্র কাবাঘরের চারপাশ ঘিরে ছিল এই সাদা পোশাকের জনসমুদ্র। 

সমগ্র বিশ্ব থেকে হজ পালনের উদ্দেশে এ পর্যন্ত প্রায় ১৫ লাখ মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আর বাস, ট্রেন ও বিমানে চড়ে লাখ লাখ হজযাত্রী মক্কায় উপস্থিত হওয়ায় শহরটিও যেস সাদা পোশাকের মানুষের জনসমুদ্রে রূপ নিয়েছে।

আগামী ২৭ জুন মঙ্গলবার  মক্কায় আরাফাত ময়দানে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এ বছরের হজে করোনা সংক্রান্ত কোনো বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে না। গত বছরে হজযাত্রীদের কোটা বেঁধে দেওয়া হয়েছিল সর্বোচ্চ ১০ লাখ এবং শেষ পর্যন্ত হাজিদের সংখ্যা দাঁড়ায় নয় লাখ ২৬ হাজারে। সৌদি সরকারের কর্মকর্তারা বলছেন, চলতি বছরে হজযাত্রীদের উপস্থিতি করোনা মহামারি পরবর্তীকালের রেকর্ড ভাঙবে এবং হজযাত্রীদের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে।

এবার বাংলাদেশসহ বিশ্বের ১৬০টিরও বেশি দেশের হজযাত্রী এবার হজ করবেন। শুধু বাংলাদেশ থেকেই এক লাখ ২৩ হাজার ৫৫৮ জন হজ পালনের অনুমতি পেয়েছেন।