রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি ইউক্রেনের
রাশিয়ার সেনাবাহিনীর ছোঁড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করছে ইউক্রেন। আজ রোববার (২ জুলাই) দাবি করে ইউক্রেনের বিমান বাহিনী বলছে, শনিবার দিনগত রাতে এসব যুদ্ধাস্ত্র ভূপাতিত করা হয়। খবর এএফপির।
সবশেষ ১২ দিনের মধ্যে গতকাল রাতেই প্রথমবারের মতো কিয়েভে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থাটি।
ইউক্রেনে বিমান বাহিনী বলছে, ‘আমরা সেসব যুদ্ধাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম হয়েছি যেগুলো আমাদের লক্ষ্যবস্তুতে ছিল। ভূপাতিত করা আটটি ড্রোনই ইরানের।’ এক বিবৃতিতে তারা বলছে, ‘ইরানের শাহেদ ড্রোন কিয়েভের দক্ষিণ-পূর্ব ও কালবির ক্ষেপণাস্ত্রগুলো কৃষ্ণ সাগর থেকে ছোঁড়া হয়েছে।’
ভূপাতিত হওয়ার সময় এসব যুদ্ধাস্ত্রে কিয়েভের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান রুসলান ক্রাভচেঙ্কো। তিনি বলেন, ‘এতে একজন মানুষ আহত হয়েছেন।’
প্রতিবেদনে এএফপি জানিয়েছে, পশ্চিমা মিত্রদের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার পর থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে ইউক্রেন পারদর্শী হয়ে উঠছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি বছরের শুরুতে আকাশ পথে হামলা কম চালালেও গত মে থেকে সেখানে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী।