পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে ফের হামলা, নিহত ৪
পাকিস্তানে পুলিশের ওপর হামলা যেন থামছেই না। ফের পুলিশকে লক্ষ্য করে হামলা হয়েছে দেশটিতে। এবারের হামলায় নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর চার সদস্য। আহত হয়েছে আরও তিনজন। আজ রোববার (২ জুলাই) বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমে এই হামলা চালিয়েছে পাকিস্তানি তালেবান। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, বেলুচিস্তানের জোহাব ডিস্ট্রিক্টে একটি হাইওয়েতে তল্লাশি চৌকিতে ডজনখানেকের মতো বন্দুকধারী হামলা চালায়। সেখানে থাকা পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ঘণ্টা দুয়েকের মতো বন্দুকযুদ্ধ চলে।
জোহাব শহরের পুলিশ কমিশনার সায়েদ উমরানি বলেন, ‘বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্যসহ নিরাপত্তা বাহিনীর মোট চারজন নিহত হয়েছে। এক হামলাকারীও মারা গেছে, তবে তাকে শনাক্ত করা যায়নি।’
এদিকে, হামলার পর এর দায় স্বীকার করে এক বিবৃতিতে দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে তাদের এক সদস্য মারা গেছে বলে বিবৃতিতে নিশ্চিত করেছে তারা।
প্রতিবেদনে এএফপি জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা টিটিপির জন্য নতুন নয়। আফগানিস্তানের ভূমি ব্যবহার করে হামলার পরিকল্পনা করে তারা। ২০২১ সালে আফগানিস্তানের তালেবানরা কাবুল দখল করার পরে এই হামলার পরিমাণ বেড়ে যায়। এমনকি গত বছরের নভেম্বরে মাসব্যাপী যুদ্ধ চলে পাকিস্তান ও টিটিপির মধ্যে।
গত এপ্রিলে বেলুচিস্তানের কুচলাকে টিটিপির সঙ্গে বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য নিহত হয়। আর গত জানুয়ারিতে টিটিপি সম্পৃক্ত একজনের একটি আত্মঘাতী বোমা হামলায় ৮০ পুলিশ কর্মকর্তা নিহত হন।