আফগানিস্তানে এবার বিউটি পার্লার বন্ধের নির্দেশ
এবার আফগানিস্তানে বিউটি পার্লার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে এ ধরনের পার্লারের লাইসেন্স বাতিলে দেওয়া হয়েছে নির্দেশনা। এক ডিক্রিতে রাজধানী কাবুলসহ অন্যান্য এলাকায় এইসব পার্লার বন্ধের নির্দেশ দেন আফগান শীর্ষ নেতা। নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার আফগানিস্তানের সংবাদ মাধ্যম তোলোনিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তোলোনিউজের প্রতিবেদন বলছে, দেশটির নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কাবুল মিউনিসিপ্যালকে এই ডিক্রি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে নারীদের বিউটি পার্লারের লাইসেন্স বাতিলের নির্দেশও দিয়েছে। তবে, কবে এই নির্দেশনা দেওয়া হয়েছে তা ওই প্রতিবেদনে বলা হয়নি।
রায়হান মুবারিজ নামে এক মেকআপ শিল্পী বলেন, ‘পুরুষরা বেকারত্বের মধ্যে আছে। যখন পুরুষরা তাদের পরিবারের দায়িত্ব নিতে পারছেন না, তখন এক টুকরো রুটির জন্য নারীরা বিউটি পার্লারে কাজের জন্য যেতে বাধ্য হচ্ছেন। এটা যদি বন্ধ হয়ে যায়, তখন আমাদের কী হবে?’
এই মেকআপ শিল্পী আরও বলেন, ‘পরিবারের পুরুষদের চাকরি বা কাজ থাকলে আমদের বাসা থেকে বের হতে হতো না। আমরা কী করতে পারি? মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আমাদেরকে কী করার আছে? আমরা কী করতে পারি? তারা কি চায় আমরা মারা যায়?’
এর আগে আফগানিস্থানে বালিকা ও নারীদের জন্য স্কুল-বিশ্ববিদ্যালয় যাওয়া ও এনজিওর কাজ বন্ধে নিষেধাজ্ঞা দেয়। এবার বিউটি পার্লার বন্ধের ঘোষণা এলো।
কাবুলের বাসিন্দা আব্দুল খাবির বলেন, ‘সররকারের একটি নির্ধারিত পন্থা অবলম্বন করে কাজ করা উচিত, যেটি একদিকে যেমন ইসলাম পরিপন্থী হবে না, আবার দেশও ধ্বংস হবে না।’