আইভরি কোস্টে প্রবল বর্ষণ ও ভূমিধসে নিহত ১০
আইভরি কোস্টে প্রবল বর্ষণ ও ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
সামরিক বাহিনীর অগ্নিনির্বাপক ব্রিগেড জিএসপিএম জানায়, শুক্রবার পর্যন্ত গণনা করা নিহতের এ সংখ্যা ছিল আংশিক।
জিএসপিএম ক্যাপ্টেন ও অপারেশন উপপ্রধান অ্যানিসেট বাহ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আইভরি কোস্টের বৃহত্তম নগরী এবং বাণিজ্যিক কেন্দ্র আবিদজানের দুই জেলা থেকে আমরা ১০ জনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে ইয়োপোগনে ৯ জন এবং কোকোডি-আংরে জেলায় একজন মারা যায়।’
অ্যানিসেট বাহ আরও বলেন, শিল্পাঞ্চল ইয়োপোগনে বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৩টায় দিকে প্রথম ভূমিধস হয়। এতে চারজন নিহত ও একজন আহত হয়। একই এলাকায় পৃথক ভূমিধসে সাতজন আহত এবং এক শিশুসহ আরও চারজন নিহত হয়। সেখান থেকে স্বল্প দূরে অ্যাটেকুবে-মোসিকরোতে ধসে পড়া মাটির নিচ থেকে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া নগরীর কেন্দ্রের কাছের কোকোডিতে ‘এক ব্যক্তি বন্যার পানিতে ভেসে যায় এবং পরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি খুঁজে পায় বলেও জানান অ্যানিসেট বাহ।’
আইভরি কোস্টে প্রতিবছর জুন ও জুলাই মাসে ভারী বৃষ্টিপাত হয়ে থাকে।