নিউজিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত

Looks like you've blocked notifications!
নিউজিল্যান্ডের অকল্যান্ডে আজ বৃহস্পতিবার বন্দুক হামলার ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ কর্মকর্তারা। ছবি : এএফপি   

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এছাড়া এক পুলিশ কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তবে বন্দুকধারীও নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্বকাপে খেলতে আসা নরওয়ে ও অন্যান্য ফুটবল দল যেসব হোটেলে অবস্থান করছে, তার কাছেই একটি জায়গায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তাদের এক কর্মকর্তাকে গুরুতর আহত অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। অন্য আহতরা মাঝারি থেকে গুরুতর আঘাত পেয়েছেন, তবে তারা কীভাবে আহত হয়েছিলেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস বলেন, টুর্নামেন্টটি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

হিপকিনস বলেন, ‘স্পষ্টতই আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ফিফা বিশ্বকাপ শুরু হওয়ায় অকল্যান্ডের দিকে অসংখ্য মানুষ তাকিয়ে আছে। সরকার আজ সকালে আয়োজকদের সঙ্গে কথা বলেছে ফিফা এবং টুর্নামেন্টটি পরিকল্পনা অনুযায়ী চলবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি পুনরায় বলতে চাই, জাতীয় নিরাপত্তার জন্য বৃহত্তর কোনো হুমকি নেই। এটি একজন ব্যক্তির কাজ। বন্দুকধারী একটি পাম্প-অ্যাকশন শটগান নিয়ে হামলা চালায়। প্রথম জরুরি কল পাওয়ার এক মিনিট পরেই পুলিশ ঘটনাস্থলে জীবন বাঁচাতে ছুটে যায়।’  

ভারপ্রাপ্ত পুলিশ সুপার সানি প্যাটেল বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ লোয়ার কুইন স্ট্রিটে ওই ব্যক্তি গুলি চালাতে শুরু করেন। পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলে তখন। লোকটি সেখানকার বিল্ডিংয়ের মধ্য দিয়ে চলে যায়, সেখানে লোকদের লক্ষ্য করে গুলি চালায়।’

সানি প্যাটেল আরও বলেন, ‘পুলিশ বন্দুকধারীকে গুলি করেছে নাকি সে আত্মহত্যা করেছে, তাৎক্ষণিক জানা যায়নি।’