শ্রীলঙ্কার মূল্যস্ফীতি নেমে এলো এক অঙ্কের কোটায়

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কার পতাকার ছবিটি এএফপি থেকে নেওয়া

অর্থনৈতিক অস্থিরতায় দেউলিয়া হওয়া শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এক অঙ্কের কোটায় নেমে এসেছে, যা দুই বছরের মধ্যে প্রথম। দেশটির বর্তমান মূল্যস্ফীতি ছয় দশমিক তিন শতাংশ। এ তথ্য জানিয়েছে দেশটির জরিপ এবং পরিসংখ্যান দপ্তর। এতে করে দেশটির মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। আজ সোমবার (৩১ জুলাই) এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

কলোম্বো কনস্যুমার প্রাইজ ইনডেক্সের তথ্যের ভিত্তি করে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কার জরিপ ও পরিসংখ্যান কার্যালয়। তাদের তথ্যানুযায়ী, চলতি জুলাই মাসে মূল্যস্ফীতি রয়েছে ছয় দশমিক তিন শতাংশ, যা গত মাসে অর্থাৎ, জুনে রেকর্ড ১২ শতাংশ ছিল।

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে সর্বশেষ শ্রীলঙ্কার মূল্যস্ফীতি এক অঙ্কের কোটায় ছিল। ওই সময় দেশটির মূল্যস্ফীতি ছিল পাঁচ দশমিক আট শতাংশ। আর গত বছরের সেপ্টেম্বরে দেশটির মূল্যস্ফীতি সর্বোচ্চ স্থানে ছিল। ওই মাসে দেশটির মূল্যস্ফীতি ছিল ৬৯ দশমিক আট শতাংশ।

ওই বিবৃতিতে শ্রীলঙ্কার জরিপ ও পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে, খাদ্য পণ্যের দাম কমা মূল্যস্ফীতি হ্রাসে অবদান রেখেছে। সর্বশেষ ১২ মাসে খাদ্যের দাম কমেছে এক দশমিক চার শতাংশ।

প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, তীব্র বৈদেশিক মুদ্রা সংকটে থাকা শ্রীলঙ্কা আমদানিতে ব্যাপক কাটছাঁট করেছে। এর ফলে দেশটিতে সমস্ত পণ্যের দাম বেড়ে যায়। তবে, গত মার্চে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ২৯০ কোটি মার্কিন ডলারের ঋণ পায় শ্রীলঙ্কা সরকার। এরপরেই আমদানি নিষেধাজ্ঞা শিথিল করে তারা। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা পরিস্থিতি আগের থেকে ভালো হয়।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল ওয়েরসিংগে বলেন, ‘চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকেও মূল্যস্ফীতি এক অঙ্কের কোটায় থাকা জরুরি।’