‘স্বাধীনতার খোঁজে’ ১০ ঘণ্টা সাঁতার কেটে তাইওয়ানে চীনা নাগরিক

Looks like you've blocked notifications!
তাইওয়ানের মাটসু দ্বীপের ছবিটি এএফপি থেকে নেওয়া

‘স্বাধীনতার খোঁজে’ চুরি করে চীন থেকে পালিয়ে তাইওয়ানে গিয়েছেন এক চীনা নাগরিক। দ্বীপটিতে পৌঁছাতে ১০ ঘণ্টা সাঁতার কেটেছেন ওই ব্যক্তি। তবে, মৌমাছির জন্য আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের বরাতে আজ মঙ্গলবার (১ আগস্ট) এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি জানায়, ৪০ বছর বয়সী ওই চীনা নাগরিক চীনের ফুজিয়ান প্রদেশ থেকে সাঁতরে তাইওয়ানের মাটসু দ্বীপে যান। তবে, দ্বীপটিতে পৌঁছানোর সময় মৌমাছির আক্রমণের শিকার হন তিনি। পর্যটকদের সহায়তায় রক্ষা পান ওই চীনা নাগরিক। পরে, অবশ্য পর্যটকরা ওই ব্যক্তি সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষকে জানায়। ওই ব্যক্তি চীনের নাগরিক ও অবৈধভাবে তাইওয়ানে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরভিত্তিক সম্প্রচার মাধ্যম সিএনএ নিজেদের প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সোমবার সকাল ৮টার দিকে একজন চীনা নাগরিক বেইগান দ্বীপের পর্যটকদের কাছে সহায়তা চেয়েছিলেন। 

ওই ব্যক্তির কাছে শুকনো খাবার, কাপড়, ওষুধ ও চীনের মুদ্রা ছিল। নিজের স্বীকারোক্তিতে ওই চীনা নাগরিক বলেন, স্বাধীনতার খোঁজে ঝুঁকিপূর্ণ ভ্রমণ করে চীন থেকে তিনি এখানে এসেছেন। ফুজিয়ান প্রদেশের হুয়ানকি দ্বীপ থেকে তিনি যাত্রা শুরু করেন ও তার গন্তব্যস্থল ছিল তাইওয়ানের মূল ভূখণ্ড।

চীন থেকে তাইওয়ানে পালিয়ে আসার ঘটনা নতুন নয়। এর আগে ২০২০ সালে সাত ঘণ্টা সাঁতার কেটে তাইওয়ানের কিনমেন কাউন্টিতে আসে এক চীনা নাগরিক। দেশটির রাজনৈতিক পরিস্থিতির জন্য তিনি এসেছিলেন বলে জানিয়েছিলেন। দ্য ইন্ডিপেন্ডেন্টের তথ্য মতে, সাঁতরে আসা ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে তাইওয়ান কর্তৃপক্ষ। এ ছাড়া ২০১৯ সালে সাঁতরে আসা আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।