সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রার নতুন রেকর্ড
জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেড়েছে বৈশ্বিক তাপমাত্রা। বিশ্বের অনেক এলাকায় তীব্র দাবদাহ অনুভূত হলেও অপর অংশে অতিবৃষ্টি দেখা যাচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নে পরিবর্তিত হচ্ছে পরিবেশ। একই অবস্থা সমুদ্রপৃষ্ঠেও।
গত সপ্তাহে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস বা ৬৯ দশমিক সাত ডিগ্রি ফারেনহাইট, যা সমুদ্রপৃষ্ঠের ইতিহাসে সর্বোচ্চ। তথ্য উপাত্ত দিয়ে আজ শুক্রবার (৪ আগস্ট) ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষক সংস্থা কোপার্নিকাস এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
ইআরএ৫-এর তথ্যানুযায়ী, গত ৩০ জুলাই সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২০ দশমিক ৯৬ ডিগ্রিতে পৌঁছায়। এর আগে, ২০১৬ সালের মার্চে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ২০ দশমিক ৯৫ ডিগ্রি রেকর্ড করা হয়, যা ছিল সর্বোচ্চ। তবে, ৩০ জুলাইয়ের তাপমাত্রা সেই রেকর্ড ভেঙে ফেলেছে। কোপার্নিকাসের এক মুখপাত্র এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
বরফাচ্ছন্ন সমুদ্রপৃষ্ঠ বাদে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলেও জানান ওই মুখপাত্র। বিজ্ঞানীদের মতে, শিল্প যুগের সূচনাকাল থেকে মানবসৃষ্ট তাপমাত্রার ৯০ শতাংশই শুষে নেয় সমুদ্র।
গত এপ্রিলের পর থেকেই বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা নিয়মিতভাবে বাড়ছে। পাশাপাশি বাড়ছে সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রাও। মৌসুমি তাপপ্রবাহ দেখা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠে।
বিষয়টি নিয়ে লিডস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক জলবায়ু কেন্দ্রের পিয়ার্স ফস্টার বলেন, ‘সমুদ্রের তাপপ্রবাহ কিছু সামুদ্রিক জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি। এর ফলাফল আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি। ফ্লোরিডার প্রবাল হুমকির মুখে। এর প্রভাব সামনের দিকে আরও প্রকট হবে।’