আর্জেন্টিনায় ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Looks like you've blocked notifications!
ভূমিকম্পের প্রতীকী ছবি পিক্সাবে থেকে নেওয়া 

আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় আজ শনিবার (৫ আগস্ট) দুপুরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির ভূকম্পন জরিপ সংস্থা এনসিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয়। খবর হিন্দুস্তান টাইমসের।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে এনসিএস  জানিয়েছে, আজ দুপুর ১২টা ৫০ মিনিটে ছয় মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৫৮৮ কিলোমিটার।

ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি। 

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় প্রায়শ ভূমিকম্প আঘাত হানে। এর আগে, গত ১৭ জুলাই দেশটিতে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১৬৯ কিলোমিটার।