লিবিয়ার রাজধানীতে সংঘর্ষে নিহত ২৭, আহত শতাধিক

Looks like you've blocked notifications!
লিবিয়ার ত্রিপোলিতে মঙ্গলবার দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ছবি : এএফপি

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুটি নেতৃস্থানীয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে ২৭ জন নিহত এবং ১০৬ জন আহত হয়েছে। আজ বুধবার (১৬ আগস্ট) ইমার্জেন্সি মেডিসিন সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।

ত্রিপোলির পশ্চিমাঞ্চলে জরুরি পরিষেবা প্রদানকারী ইমার্জেন্সি মেডিসিন সেন্টার তাদের ফেসবুক পেজে প্রাথমিক এই হিসাব প্রকাশ করেছে।

প্রভাবশালী ৪৪৪ ব্রিগেড এবং আল-রাদা বা স্পেশাল ডিটারেন্স ফোর্সের মধ্যে সোমবার (১৪ আগস্ট) রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এই সংঘর্ষ চলে। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করার পর থেকে এই দুই মিলিশিয়া গ্রুপ ক্ষমতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।