কেপ ভার্দের কাছে নৌকাডুবি, ৬০ জনের বেশি প্রাণহানির আশঙ্কা

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

আফ্রিকার পশ্চিমাঞ্চলের দেশ কেপ ভার্দের উপকূলের কাছে আটলান্টিক সাগরে সেনেগাল থেকে আসা একটি নৌকাডুবিতে ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। নৌকাটিতে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা হচ্ছিল। বুধবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি বলেন, এ নৌকাডুবির ঘটনায় ৬৩ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর প্রাণে বেঁচে যাওয়া ৩৮ জনের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু রয়েছে।

পুলিশ জানায়, ‘পিরোগ’ নামে পরিচিত কাঠের তৈরি লম্বা নৌকাটি কেপ ভার্দের দ্বীপ স্যাল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল (২৭৭ কিলোমিটার) দূরে আটলান্টিক মহাসাগরে সোমবার শনাক্ত করা হয়।

মাছ শিকার করা স্পেনিশ জাহাজ নৌকাটি দেখতে পেয়ে কেপ ভার্দের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে।

এমসেহলি এএফপিকে বলেন, জরুরি সেবা সংস্থার সদস্যরা সাতজনের মরদেহ উদ্ধার করেছে। অন্য ৫৬ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।