সৌদি আরবের তেল রপ্তানিতে ভাটা

Looks like you've blocked notifications!
ফাইল ছবি এএফপির

বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব। অপরিশোধিত তেল রপ্তানিতেও রয়েছে উপরের দিকে রয়েছে দেশটি। তবে, সম্প্রতি সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানিতে ভাটা পড়েছে। গত জুনে দেশটি প্রতিদিন রপ্তানি করেছে ৬৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল, যা সর্বশেষ ২১ মাসের মধ্যে সর্বনিম্ন। আজ শুক্রবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে রাশিয়ার গণমাধ্যম আরটি।

প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, গত বুধবার সৌদি আরবের তেল রপ্তানি সংক্রান্ত একটি প্রতিবেদনে প্রকাশ করে তেল-গ্যাসবিষয়ক তথ্য উপাত্ত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা জয়েন্ট অরগার্নাইজেশন ডেটা ইনিশিয়েটিভ (জেওডিআিই)। সংস্থাটির তথ্য মতে, গত ২১ মাসের মধ্যে জুনে সবচেয়ে কম অপরিশোধিত তেল রপ্তানি করেছে রিয়াদ। মাসটির প্রতিদিন দেশটি রপ্তানি করেছে ৬৮ লাখ ব্যারেল অপরিশোধিত তেল, যা মে মাসের প্রতিদিনের তুলনায় এক লাখ ২৪ হাজার ব্যারেল কম। পাশাপাশি ওপেক প্লাসের সদস্যরাও তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে একমত পোষণ করে। ওই সময় সিদ্ধান্ত নেওয়া হয়। 

গত মে মাসে তেল উৎপাদন কমিয়ে দেওয়া সিদ্ধান্ত নেয় তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস। ওই সময় প্রতিদিন ১৬ লাখ ব্যারেল কম উৎপাদনের সিদ্ধান্ত নেয়। আর এই কারণেই প্রথমবারের মতো এ বছরে সৌদির তেল উৎপাদন দিনে ৭০ লাখ ব্যারেলের নিচে আসে।

জেওডিআিইয়ের তথ্য মতে, গত জুনে সৌদির তেল জাতীয় পণ্যের মজুত ১০ লাখ ৬৪ হাজার ব্যারেলের নিচে চলে আসে। অন্যদিকে, অপরিশোধিত জাতীয় তেলের মজুত ১০ লাখ ৪৫ হাজার ব্যারেল বেড়ে যায়।

এদিকে, গত জুনে তেলের দাম বাড়াতে দিনে ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করার নেয় রিয়াদ। এরপরেও জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে প্রতিদিন দেশটি ৯০ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে বলে ধারণা করা হচ্ছে।

অপরিশোধিত তেল সরবরাহ নিয়ে গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। সংস্থাটি জানিয়েছিল, জুলাইয়ে বিশ্ব বাজারে ওপেক প্লাসের সদস্যরা দিনে ৫০ কোটি ৭০ লাখ ব্যারেল সরবরাহ করেছে। যা, সর্বশেষ দুবছরের মধ্যে সর্বনিম্ন।