রাশিয়ার ১৫টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের
হামলার জন্য ছোঁড়া রাশিয়ার ১৫টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে ইউক্রেন। শুক্রবার (১৮ আগস্ট) গভীর রাতে এসব ড্রোন ভূপাতিত করা হয় বলে আজ শনিবার (১৯ আগস্ট) সকালে জানিয়েছে কিয়েভের বিমান বাহিনী। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী বলছে, শুক্রবার রাতে হামলার জন্য ইরানের তৈরি ১৭টি শাহেদ ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী। ১৫টি ড্রোন ভূপাতিত করা হলেও বাকি দুটির কি হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি কিয়েভ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় ইউক্রেনীয় বাহিনী বলছে, রাশিয়ার কুরস্ক অঞ্চল থেকে সর্বমোট ১৭টি ড্রোন ছোঁড়া হয়। এরপরেই ইউক্রেনের উত্তরাঞ্চলীয় ও মধ্যাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। শত্রুদের ছোঁড়া ১৫টি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত হয়।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এরপরেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষ বাধে। সম্প্রতি দুপক্ষই একে অপরের ভূখণ্ডে ড্রোন হামলা চালাচ্ছে। ইউক্রেনের পাল্টা আক্রমণের ঘোষণার পর থেকেই এমনটি হচ্ছে।
শুক্রবার রাশিয়া থেকে বলা হয়, মস্কো ও কৃষ্ণ সাগরে রুশ স্থাপনা ও নৌবহরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে কিয়েভ। কিন্তু, তাদের ড্রোনগুলোকে ভূপাতিত করা হয়েছে।
এএফপি জানিয়েছে, খেরসনে পূর্বাংশে অগ্রগতি পেয়েছে ইউক্রেনীয় বাহিনী। রুশ বাহিনীকে হটিয়ে এলাকা পুনরুদ্ধার করেছে তারা। রাশিয়া থেকে নিযুক্ত খেরসনের গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, শুক্রবার নেদারল্যান্ড ও ডেনমার্ককে এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনকে দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টিকে স্বাগতম জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী।