পাকিস্তানে বোমা হামলায় ১১ শ্রমিক নিহত

Looks like you've blocked notifications!

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা হামলায় কমপক্ষে ১১ জন শ্রমিক নিহত হয়েছে। তাদের গাড়ির নিচে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর আলজাজিরার।

দেশটির রাজধানী ইসলামাবাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় এ হামলা হয়। পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলেছেন, আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তান জেলায় একটি নির্মাণ প্রকল্পে শ্রমিকদের বহনকারী ট্রাকটি উড়ে যায় আইইডি বিস্ফোরণে।

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খট্টক বলেন, ‘তারা নির্মাণাধীন একটি সেনা পোস্টে কাজ করতেন… শ্রমিকদের বহনকারী গাড়ির নিচে আইইডি বিস্ফোরিত হয়।’

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। পাকিস্তান গত বছর থেকে আবারও সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা শুরু হয়েছে। সরকারের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পাকিস্তান তালেবানের (টিটিপি) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যায়৷

আইএসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো কিছু হামলার দায় স্বীকার করেছে। গত মাসে খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় একটি রাজনৈতিক সমাবেশে বড় বিস্ফোরণ ঘটে। এতে ৬৩ জন নিহত হয়েছিল। খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে বলে জানা গেছে।