নতুন ঐতিহাসিক সূচনার দ্বারপ্রান্তে চীন-দক্ষিণ আফ্রিকা : শি জিনপিং

Looks like you've blocked notifications!
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান সভাপতি সিরিল রামাফোসা। ছবি : এএফপি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও দক্ষিণ আফ্রিকা ‘একটি নতুন ঐতিহাসিক সূচনার দারপ্রান্তে’ দাঁড়িয়ে আছে। আজ মঙ্গলবার (২২ আগস্ট) তিনি একথা বলেন। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান সভাপতি সিরিল রামাফোসার সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে। সেখানে বলা হয়, শি বলেছেন, ‘আজ একটি নতুন ঐতিহাসিক সূচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে উত্তরাধিকারসূত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দেশ দুটি। দুদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর ও সমন্বয় জোরদার হবে। দুই দেশের সাধারণ আকাঙ্খা পূরণের সঙ্গে সঙ্গে আমরা আমাদের ওপর অর্পিত গুরুত্বপূর্ণ কাজগুলো করে যাব।