ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধ বিমান দেবে নরওয়ে
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধ বিমান দেবে নরওয়ে। কোনো সূত্র উল্লেখ ছাড়াই এমন তথ্য জানিয়েছে নরওয়ের তিনটি গণমাধ্যম। আজ এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন বলছে, ইউক্রেনে এফ-১৬ বিমান প্রদানকারী তৃতীয় দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নরওয়ে।
আরও বলা হয়েছে, কতোটি বিমান দেওয়া হবে তা এখনও জানানো হয়নি। এমনকি, নির্দিষ্ট দিনও বলা হয়নি। যদিও বর্তমানে ইউক্রেন রাশিয়ার পূর্বাঞ্চলে পাল্টা জবাব দিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে।
রাশিয়া ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে। এই আক্রমণটিকে আন্তর্জাতিকভাবে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হয়। এরপর ইউক্রেনের মিত্র দেশ যুক্তরাষ্ট্রসহ অনেকেই অস্ত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। এমনকি, দিয়েছে এফ-১৬ যুদ্ধ বিমানও।
নরওয়ের এফ-১৬ যুদ্ধবিমান পেলে ইউক্রেনের বিমানবাহিনী রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে যেকোনো মৌসুমে যুদ্ধের সক্ষমতা বাড়াতে পারবে। এই বিমানের সাহায্যে রাতেও যুদ্ধ করা যায়। এই বিমানগুলোর মিসাইল অনেক দূরত্ব পাড়ি দিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারে বলে জানা যায়।