সাংবাদিকতার ‘প্রথম পাপ’ কোনটি, জানালেন পোপ
মহান পেশা সাংবাদিকতা। তবে, এই পেশায় পাপ আছে, জানালেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। তার মতে, গুজব হলো সাংবাদিকতার প্রথম পাপ। পাশাপাশি মানুষকে প্রভাবিত করার জন্য গুজব ছড়িয়ে দেওয়ার নিন্দা জানিয়েছেন তিনি। আজ শনিবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
আজ ভ্যাটিকানে সাংবাদিকতা পুরস্কার অনুষ্ঠানে হাজির হন পোপ ফ্রান্সিস। ইতালির সাংবাদিকদের এই অনুষ্ঠানে সাংবাদিকতার পাপ নিয়ে কথা বলেন।
নিজেকে বুদ্ধিমান যোগাযোগ স্থাপনকারী দাবি করা প্রধান এই ধর্ম যাজক গণমাধ্যমে চারটি কাজকে পাপ হিসেবে অভিহিত করেন, যা তার বক্তব্য অনুসারে ভ্যাটিকানের অনুদিত বিবৃতিতে প্রকাশ হয়।
পোপ ফ্রান্সিসের বিবৃতি অনুসারে চারটি পাপ কাজ হলো—গুজব, যখন সাংবাদিকতা খারাপভাবে তথ্য দেয় না বা জানায় না, অপবাদ (কখনও কখনও এটি ব্যবহার করা হয়), মানহানি, যা অপবাদ থেকে আলাদা কিন্তু ধ্বংস করে এবং চতুর্থটি হলো কলঙ্কপ্রীতি।
পোপ ফ্রান্সিস বলেন, ‘যারা মিথ্যে তথ্য দিয়ে মানুষকে প্রভাবিত করে তাদের বিষয়ে আমি উদ্বিগ্ন।’ ইউক্রেন যুদ্ধর কারণে সংকটে জর্জরিত ইউরোপের বর্তমান পরিস্থিতিতে যার যার নিজের জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান পোপ।
৮৬ বছর বয়সী ফ্রান্সিসের আশা, সাংবাদিকতার কণ্ঠ হবে শান্তির। সাংবাদিকতা দিয়ে চলমান যুদ্ধসহ সামনের আরও সংকট সমাধান করা যাবে।
এএফপি জানিয়েছে, ২০১৩ সালে ১৩০ কোটি ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান হিসেবে দায়িত্ব পান পোপ ফ্রান্সিস। এরপর থেকেই গণমাধ্যমের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার। বিভিন্ন সময়ে সাক্ষাৎকার ও নিজের মত প্রকাশ করেছেন তিনি। এ ক্ষেত্রে পোপ ষোড়শ বেনেডিক্ট থেকে সম্পূর্ণ আলাদা পোপ ফ্রান্সিস।