উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মার্কিন নৌবাহিনীর তিন সদস্য নিহত

Looks like you've blocked notifications!
অস্ট্রেলিয়ায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় উদ্ধারের জন্য ডারউইন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টার নিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। ছবি : এএফপি

অস্ট্রেলিয়ায় মহড়া চালানোর সময় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মার্কিন নৌবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আজ রোববার (২৭ আগস্ট) অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের উত্তর দিকে অবস্থিত একটি দুর্গম দ্বীপে অসপ্রে মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, উদ্ধারকর্মীরা উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়াদের উদ্ধারে জোর প্রচেষ্টা চালাচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলেন, ‘বেঁচে যাওয়া পাঁচজন ক্রুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রয়েল ডারউইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

অস্ট্রেলিয়ার ডারউইন শহরে থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রোটেশনাল ফোর্স জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে ক্রসহ মোট ২৩ জন ছিলেন। আর ওই উড়োজাহাজটিতে শুধুমাত্র মার্কিনীরা ছিল বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী।

এএফপি বলছে, বিধ্বস্ত উড়োজাহাজটির স্থান খুঁজতে বেশ বেগ পোহাতে হয় উদ্ধারকর্মীদের। দুর্গম দ্বীপ মেলভিলে খুব কমই মানুষ বসবাস করে। এলাকাটির খুব কাছে থাকা শহরটি উত্তরের শহর ডারউইন থেকে ৬০ কিলোমিটার বা ৩৭ মাইল দূরে অবস্থিত।

অসপ্রে মডেলের উড়োজাহাজটি হেলিকপ্টার ও বিমানের সংমিশ্রণে তৈরি। মূলত, অসপ্রে উড়োজাহাজটি হচ্ছে এমন একটি বিমান যেটি খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মহড়ায় এই মডেলের উড়োজাহাজটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

মার্কিন সামরিক বাহিনী এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেস ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লস।