ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইডালিয়া

Looks like you've blocked notifications!
ছবি : এএফপি

মেক্সিকো উপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইডালিয়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ৪৫ মিনিটে পশ্চিমাঞ্চলীয় কিয়াটন সৈকতে আঘাত হানে তিন মাত্রার ঘূর্ণিঝড়টি। আঘাতের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ মাইল বা ২০১ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অফিসের বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, ইডালিয়ার আঘাতে উত্তর-পশ্চিম ফ্লোরিডার প্রায় দুই লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পাওয়ার আউটেজ ইউএসের পরিসংখ্যান অনুযায়ী, ওয়াকুল্লা কাউন্টির ১২ হাজার লোক বিদ্যুৎহীন। এ ছাড়া টেইলর ও ডিক্সিয়ে কাউন্টির ১০ এবং সাত হাজার মানুষ বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে না। ঘূর্ণিঝড় ইডালিয়ার জেরে যুক্তরাষ্ট্রে ৯০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়টির প্রভাবে ফ্লোরিডার রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। ক্রমবর্ধমান হারে বাড়ছে নদীর পানি। জাতীয় আবহাওয়া অফিসের তথ্য মতে, ইডালিয়া আঘাতের সময় স্টেইনহ্যাচি শহরে পার্শ্ববর্তী নদীর পানির উচ্চতা এক থেকে আট আট ফুট পর্যন্ত বেড়ে যায়।

ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ভয়াবহ ঘূর্ণিঝড় ইডালিয়া নিয়ে আগে থেকেই সতর্ক করে আসছে ফ্লোরিডা কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানার সময় উপকূলে ১৬ ফুট বা পাঁচ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করা হয়েছিল। জনসাধারণকে নিরাপদে সরিয়ে নেওয়া ও বন্যার সতর্কতাও জারি করা হয়।

ফ্লোরিডার ২৩ কাউন্টির মানুষকে আশ্রয়কেন্দ্র বা হোটেলে যাওয়া জন্য পরামর্শ দিয়েছেন রাজ্যটির গভর্নর ডেস্যান্টিস। এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, ‘এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যেও এমন ঘূর্ণিঝড় দেখা যায়নি। এই অঞ্চলে ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে এটি।’

টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরসহ স্থানীয় কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ফ্লোরিডার বন্দরগুলোর কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, ইডালিয়ার কেন্দ্র দক্ষিণ জর্জিয়ার দিকে এগোচ্ছে। বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ৯০ মাইলে রয়েছে এবং তা ক্যাটাগরি-১ ঘূর্ণিঝড়ে দুর্বল হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন জর্জিয়ার ভালদোস্তা শহরের প্রায় ১৫ মাইল দক্ষিণে রয়েছে।