বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত

Looks like you've blocked notifications!

বুরকিনা ফাসোর কেন্দ্রস্থলে এক হামলায় সেনাবাহিনীর চার সহকারী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছে। সেনাবাহিনী শনিবার (২ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।

সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘শুক্রবার (১ সেপ্টেম্বর) সিলমিউগুর আশপাশে একটি ভিডিপি অবস্থানে (দেশের প্রতিরক্ষার জন্য স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীতে বেসামরিক সহায়ক) হামলার পরে শক্তিবৃদ্ধির জন্য পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছে। খবর এএফপির।

বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনী প্রায় ১০ সন্ত্রাসীকে হত্যা করেছে এবং তাদের পিছু হটতে বাধ্য করেছে। একজন পুলিশ কর্মকর্তা এবং চারজন ভিডিপি দুর্ভাগ্যবশত এ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে ২০২২ সালের সেপ্টেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে, বেসামরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলার নিন্দা জানিয়ে বলেন, জিহাদিরা ‘কাপুরুষতা’ প্রদর্শন করছে।

একটি এনজিওর পরিসংখ্যান অনুসারে, এই বছরের শুরু থেকে পাঁচ হাজারেরও বেশি জিহাদি হামলায় ১৬ হাজারের বেশি বেসামরিক নাগরিক, সেনা ও পুলিশ মারা গেছে।

আফ্রিকার সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির সংকটে থাকা দেশগুলোর মধ্যে বুরকিনা ফাসো একটি। দেশটির অভ্যন্তরে ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

শনিবার এক পৃথক বিবৃতিতে, ৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে বুরকিনা ফাসোর পশ্চিমাঞ্চলে ৬৫ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া সন্ত্রাসী ঘাঁটি থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ, খাদ্যসামগ্রী, যানবাহন এবং যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।