তুরস্কের ক্রিপ্টোকারেন্সি প্রধানের ১১ হাজার ১৯৬ বছরের জেল

Looks like you've blocked notifications!
তুরস্কের মানচিত্র

আলবেনিয়ায় পালিয়ে যাওয়া তুরস্কের ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সির প্রতিষ্ঠাতা ও এর প্রধানকে ১১ হাজার ১৯৬ বছরের জেল দিয়েছেন আদালত। একই সাজা দেওয়া হয়েছে তার দুই ভাইকেও। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদুলা এজেন্সি এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

২৯ বছর বয়সী ফারুক ফাতিহ ওজার তুরস্কে ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠা করেন। প্রসিকিউটররা অর্থ পাচার, জালিয়াতি ও অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠার জন্য থডেক্সের প্রধান ফারুক ফাতিহর ৪০ হাজার ৫৬২ বছরের সাজার আবেদন করেন।

আদালতে  ফারুকের উদ্ধৃতি দিয়ে আনাদুলা এজেন্সি জানিয়েছে, যদি আমি কোনো অপরাধ সংগঠন করতাম তাহলে আমি এত অপেশাদার অভিনয় করতাম না।

আজ শুক্রবার আনাদোলু রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আলবেনিয়ায় পালিয়ে আসা একজন তুর্কি ক্রিপ্টো প্রতিষ্ঠাতা এবং তার দুই ভাইকে ১১ হাজার ১৯৬ বছর দেওয়া হয়েছে।

অর্থ পাচার, জালিয়াতি এবং একটি অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠার জন্য ক্রিপ্টো প্রতিষ্ঠাতা ফারুক ফাতিহ ওজারকে (২০) ৪০ হাজার ৫৬২ বছরের কারাদণ্ডের জন্য আবেদন করেছিলেন প্রসিকিউটররা।

এসময় ক্রিপ্টোপ্রতিষ্ঠাতা ওজার আদালতের উদ্দেশে বলেন, ‘যদি আমি একটি অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা করতাম, তাহলে আমি এতটা অপেশাদার আচরণ করতাম না।’

আগালতে প্রসিকিউটররা বলেছেন, ওজার ২০২১ সালের এপ্রিলে তুরস্ক থেকে পালিয়ে যাওয়ার সময় ক্রিপ্টো কারেন্সি ব্যবহারকারীদের সম্পদের ২৫০ মিলিয়ন লিরা (সেই সময়ে প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারমূল্যের) তিনটি গোপন অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন।  

অভিযোগে বলা হয়েছে, ওজার ও তার ভাইরা মিলে ক্লায়েন্টদের ৩৫৬ মিলিয়ন লিরা সরিয়ে ফেলেছেন।