কিমের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন পুতিন
কিম জং উনের উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি আরও বলেছে, বুধবার রাশিয়ায় উভয় নেতার বেঠক শেষে কিম জং উন বিনীতভাবে পুতিনকে তার সুবিধাজনক সময়ে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান। পুতিন আনন্দের সাথে আমন্ত্রণ গ্রহণ এবং রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্বের ইতিহাস ও ঐতিহ্যকে অবিচ্ছিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন।
বুধবার পুতিনের সঙ্গে বৈঠকে কিম বলেন, শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া বড় ধরনের জয় পাবে বলে তিনি নিশ্চিত। জবাবে পুতিন দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারের প্রশংসা করেছেন।
পুতিন এর আগে বলেছেন, স্যাটেলাইট তৈরিতে পিয়ংইয়ংকে মস্কো সহায়তা করতে পারে।
ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার দেশ দুটির মধ্যে যেকোনো সহযোগিতাকে সমস্যাপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবকে লঙ্ঘন করবে।
মার্কিন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেন, ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র কিনতে আগ্রহী। কিমের রাশিয়া সফরকালে উত্তর কোরিয়া বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।