আইএমএফের কাছে আরও তহবিল চায় শ্রীলঙ্কা

Looks like you've blocked notifications!
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট উত্তরণে আইএমএফের কাছ থেকে তিন বিলিয়ন ডলারের বেইলআউট প্যাকেজ অনুমোদনের পর দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘের সমর্থকরা বাজি পুড়িয়ে তা উদযাপন করে। ফাইল ছবি : এএফপি

ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মুখে পড়ে নিজেদের দেউলিয়া ঘোষণার পর শ্রীলঙ্কা সরকার বেইলআউট প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে যে ঋণ পাচ্ছে তার আওতায় আরও ৩৩ কোটি মার্কিন ডলারের তহবিল চাইছে দেশটি।

গত বছর তীব্র অর্থনৈতিক সঙ্কটের কারণে দেশজুড়ে খাদ্যপণ্য, জ্বালানি ও ওষুধের দাম আকাশচুম্বি হলে শুরু হয় নাগরিক অসন্তোষ যার পরিণতি গিয়ে ঠেকে সে সময়কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের পতনের মাধ্যমে।

এরপর চার বছরের জন্য ২.৯ বিলিয়ন মার্কিন ডলারের বেইলআউট প্রোগ্রাম পর্যালোচনা করে মার্চ মাসে তা অনুমোদন করা হয় আইএমএফের পক্ষ থেকে।

এ বিষয়ে কথা বলতে গিয়ে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী রনজিৎ সিয়ামবালাপিতিয়া জানান যে তিনি আইএমএফর কাছ থেকে আরও ৩৩ কোটি মার্কিন ডলারের দ্বিতীয় কিস্তি পাওয়ার বিষয়ে খুবই আশাবাদী।

কলম্বো এ বিষয়ে বেসরকারি ঋণদাতাদের সঙ্গে আন্তর্জাতিক বন্ড পুনর্গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। দেশটির সিংহভাগ বৈদেশিক ঋণ প্রদানকারী চীন সরকার বন্ডের বিষয়ে তাদের অবস্থান না জানালেও কলম্বোকে সমর্থন জানাতে রাজী হয়েছে।

আইএমএফ জুন মাসে জানায় যে শ্রীলঙ্কার অর্থনীতি আশানুরূপভাবে অগ্রগতি অর্জন করেছে। তবে অর্থনীতির এই পুনর্গঠন প্রক্রিয়া বেশ চ্যালেঞ্জিং হবে এবং সরকারকে বেদনাদায়ক সংস্কার কাজ চালিয়ে যেতে হবে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

অর্থনীতির পুনরুদ্ধারের স্বার্থে দ্বীপদেশটির সরকার করের আওতা ও সীমা বাড়িয়েছে, জ্বালানির ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করে নিয়েছে এবং আমদানি ব্যয় মেটাতে রিজার্ভকে শক্তিশালী করছে।