নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার (২০ সেপ্টেম্বর)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। দেশটির সরকারি ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।

নিউজিল্যান্ড সরকারের জিওনেট ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।

ওয়েবসাইটে বলা হয়, প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছেন।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকটনিক প্লেটের সংঘর্ষ হওয়ার ফলে নিউজিল্যান্ডে প্রায়ই ঘন ঘন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প হয়ে থাকে।