রাশিয়ার ১৭ ড্রোন প্রতিহতের দাবি ইউক্রেনের

Looks like you've blocked notifications!
রুশ হামলায় কালো ধোঁয়া উড়ছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভেভে। ছবি : এএফপি

এক রাতেই রাশিয়ার ছোঁড়া ১৭টি ড্রোন প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। কিয়েভের সশস্ত্র বাহিনী আজ বুধবার (২০ সেপ্টেম্বর) জানিয়েছে, মঙ্গলবার রাতে ইউক্রেনকে লক্ষ্য করে ২৪টি ড্রোন হামলা চালায় রাশিয়া। এর মধ্যে ১৭টি ভূপাতিত করা হয়েছে। তবে, একটি ড্রোন তেল শোধনাগারে আঘাত হনেছে। খবর এএফপির।

দৈনিক আপডেটে সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, গভীর রাতে ইরানের প্রযুক্তিতে তৈরি ২৪টি কামিকাজ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৭টিকে ভূপাতিত করেছে। মানুষ্যহীন এসব ড্রোনের ধ্বংসাবশেষের কি হয়েছে ও বাকি ড্রোনগুলোর কি হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

ইউক্রেনের কেন্দ্রীয় অঞ্চল পোলতাভোর গভর্নর দিমিত্রি লুনিনের তথ্য মতে, একটি ড্রোন তেল শোধনাগারে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে গভর্নর লেখেন, ‘রাতে আমাদের পোলতাভোতে একের পর এক হামলা চালায় রাশিয়া। আমাদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের বিরুদ্ধে ভালো কাজ করেছে। তবে, দুর্ভাগ্যবশত একটি ড্রোন ক্রেমেনচুক তেল শোধনাগারে আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায়। জরুরি পরিষেবাগুলো সেখানে কাজ করছে। সাময়িকভাবে প্ল্যান্টের কাজ স্থগিত করা হয়েছে।’

এই হামলায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন লুনিন।

পূর্ব-মধ্য ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্গিয়ে লেশাক বলেন, ‘দ্বিতীয় রাতের মতো নিকোপোল ডিস্ট্রিক্টে হামলা হয়েছে। নিকোপোল ছাড়াও আরও তিনটি সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।’ হামলায় হতাহতের বিষয়ে জানিয়ে লেশাক বলেন, ‘এতে পাঁচটি ব্যক্তিগত বাড়ি, দুটি কার ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’ 

এর আগে মঙ্গলবার দৈনিক আপডেটে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছিল, ইরানের প্রযুক্তিতে তৈরি ৩১টি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। তবে, এর মধ্যে ২৮টিকে প্রতিহত করা হয়।