জাতিসংঘের ভাষণে পশ্চিমাদের নিন্দায় রুশ পররাষ্ট্রমন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/24/raashiyyaa_laabhrbh.jpg)
যুক্তরাষ্ট্রে সদ্য শেষ হওয়া জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়েছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সাধারণ পরিষদে ভাষণও দিয়েছেন তিনি। সেই ভাষণে পশ্চিমাদের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন লাভরভ। পশ্চিমাদের ‘মিথ্যার সাম্রাজ্য’ আখ্যা দিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেন যুদ্ধে সমর্থন পাওয়ার জন্য তারা দক্ষিণের দেশগুলোর সঙ্গে নব্য-ঔপনিবেশিক আচরণ করছে।’ খবর আল-জাজিরার।
শনিবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদ মাধ্যমটি জানায়, দীর্ঘ এক সপ্তাহ পর শেষ হয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশন। এতে যোগ দিতে বিশ্বের প্রায় সমস্ত কূটনীতিক সেখানে জড়ো হন। অধিবেশনে ইউক্রেন ও পশ্চিমারা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের সমর্থনের পাল্লা ভারী করতে জোর প্রচেষ্টা চালিয়েছে। ঠিক একই কাজ করেছে রাশিয়াও। সমর্থন জোগাড় করতে গিয়ে লাভরভ বলেছিলেন, ‘বিশ্ব সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাদের দ্বারা প্রতারিত হচ্ছে।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দ্বন্দ্বকে উসকে দিয়ে চলছে। যা, কৃত্রিমভাবে মানবতাকে বিভক্ত করে। সামগ্রিক লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করে। তারা বিশ্বকে তাদের নিজস্ব আত্মকেন্দ্রিক নিয়ম অনুযায়ী রাখার চেষ্টা করছে।’
সাধারণ পরিষদে থাকা আল-জাজিরার কূটনীতিক সংবাদদাতা জেমস বেস বলেন, ‘লাভরভের বিশ্ব সফর ও তার দৃষ্টিভঙ্গি ভাষণে অন্তর্ভুক্ত ছিল। তবে, ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি কোনো কিছু বলেননি।’
ভাষণ শেষে একটি সংবাদ সম্মেলন করেন লাভরভ। এ সময় শান্তি প্রণয়নে ইউক্রেনের প্রেসিডন্ট থেকে দেওয়া ১০ পয়েন্টকে প্রত্যাখ্যান করেন তিনি। এমনকি, জাতিসংঘ থেকে প্রস্তাবিত কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তিকেও প্রত্যাখ্যান করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/09/24/untitled-1.jpg)
সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ‘কিয়েভ যে প্রস্তাবনা দিয়েছে তা সম্পূর্ণরূপে পূরণ সম্ভব নয়। এটি তাদের নীলনকশা।’ তবে, যুদ্ধ বন্ধে আলোচনায় একমাত্র উপযুক্ত বলে জানান তিনি। কৃষ্ণ সাগর শস্য চুক্তি নিয়ে লাভরভ বলেন, ‘পশ্চিমারা আমাদের দাবি পূরণ করেনি। দাবি পূরণ হলেই আমরা চুক্তিতে ফিরে যাবো।’