ইতালির ‘মাফিয়া বস’ মেসিনা দেনারোর মৃত্যু

Looks like you've blocked notifications!
ইতালির মাফিয়া বস মেসিনা দেনারোকে গ্রেপ্তারের সময়ের ছবিটি এএফপি থেকে নেওয়া

দীর্ঘ ৩০ বছর পলাতক থাকার পর গত জানুয়ারিতে ইতালির সবচেয়ে দুর্ধর্ষ ‘মাফিয়া বস’ মাত্তেও মেসিনা দেনারোকে সিসিলি থেকে গ্রেপ্তার করা হয়। মধ্য ইতালির একটি হাসপাতালে মারা গেছেন এই শীর্ষ সন্ত্রাসী। ইতালির সংবাদ সংস্থা এএনএসএ সোমবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

মাফিয়া সংগঠন কোসা নস্ট্রারের প্রধান ৬১ বছর বয়সী দোনারো দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন। ১৯৯৩ সাল থেকে ফেরারি এ সন্ত্রাসীকে গত ১৬ জানুয়ারি পালেরমো একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে ভুয়া পরিচয়ে ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন দেনারো।

অসংখ্য খুন, অপহরণ, বোমা হামলার আসামি এই সংগঠিত অপরাধীচক্রের বস নাকি একবার গর্ব করে বলেছিলেন- তার হাতে নিহতদের দিয়ে একটা কবরস্থান ভরে ফেলা যাবে।

১৯৯২ সালে মাফিয়া বিরোধী বিচারক জিওভানি ফ্যালকোন হত্যা করা হয়। আর ১৯৯৩ সালে রোম, ফ্লোরেন্স ও মিলানে মারাত্মক বোমা হামলা করা হয়। এসবে জড়িত থাকার অভিযোগে আদালতের দ্বারা দোষী সাব্যস্ত হন দেনারো।

ফ্যালকোন হত্যা মামলার একজন সাক্ষীর ১২ বছর বয়সী ছেলেকে অপহরণ ও পরবর্তীতে হত্যা করেছিলেন দেনারো। এ জন্য  কোসা নস্ট্রারের প্রধানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

১৯৯৩ সালের গ্রীষ্ম থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না দেনারোর। দীর্ঘ ৩০ বছর পর তাকে খুঁজেও পাওয়া যায়নি। 

ইতালির মোস্ট ওয়ান্টেড লিস্টে প্রথম সারির দিকে ছিলেন এই মাফিয়া বস।