চার পেঙ্গুইনের ছবিতে এক্সের শ্রেষ্ঠত্ব!

Looks like you've blocked notifications!
ইলন মাস্কের এক্স আইডিতে পোস্ট করা ছবি

তবে কি নিজের প্রতিষ্ঠান এক্স-কে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সেরা বোঝাতে চাইলেন ইলন মাস্ক? তার এক পোস্টে দেখা যাচ্ছে তিন পেঙ্গুইন সারিবদ্ধভাবে একটি পেঙ্গুইনকে স্যালুট দিচ্ছে। যদিও এক্স লোগোধারী পেঙ্গুইন আকারে ছোট, তবে মাথায় ক্যাপ্টেন ক্যাপ। স্যালুট দেওয়া তিন পেঙ্গুইনের মধ্যে একটি টিকটক, একটি মার্ক জাকার বার্গের চার অ্যাপ, আরেকটি ইউটিউবের লোগো সমৃদ্ধ।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ২টা ২৬ মিনিটে ছবিটি পোস্ট করেন ইলন মাস্ক। এরপর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তা। বিকেল ৩টা ৫৫ মিনিটে পোস্টটি সাড়ে আট মিলিয়ন ভিউ হতে দেখা যায়। ছবিতে টিকটিক ব্যাচধারী পেঙ্গুইনটি লম্বা হলেও চিকন এবং তৃতীয় সারিতে দেখানো হয়েছে। আর ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস অ্যাপ ও হোয়াটসঅ্যাপ–চারটির লোগো চিহ্নিত পেঙ্গুইনকে রেখেছেন দ্বিতীয়তে। অন্যদিকে ইউটিউবকে বেশ মোটাতাজা দেখানো হলেও করে রাখা হয়েছে ঘাড় খাটো।

বর্তমানে একের পর এক আলোচনায় আসছেন ইলন মাস্ক। গত বছরের অক্টোবরে টুইটার কিনে নেওয়ার পরপরই এই সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে শীর্ষে নিতে যেন লেগেপড়ে আছেন তিনি। গত মাসে বদলে যায় টুইটারের লোগো। ২০০৬ সালের ২১ মার্চ প্রতিষ্ঠিত এই টুইটারের লোগোতে যেখানে ছিল নীল পাখি, সেখানে শোভা পেতে শুরু করে এক্স।